জগন্নাথপুরে তিন দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২২, ৬:৪৪:০০ অপরাহ্ন
জগন্নাথপুর (সুনামগঞ্জ)থেকে নিজস্ব সংবাদদাতা ঃ সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলামের নেতৃত্বে জগন্নাথপুর পৌরসভার ভবেরবাজারে এ অভিযান করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় তিন মুদি দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।