মৌলভীবাজারে স্থানীয় শহীদ দিবস পালিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২২, ৬:৪৪:৪৯ অপরাহ্ন
মৌলভীবাজার থেকে নিজস্ব সংবাদদাতা : ২০ ডিসেম্বর মৌলভীবাজারবাসীর স্বজন হারানো একটি দিন। ১৯৭১ সালের এদিনে পুরো দেশ যখন বিজয়ের আনন্দে ভাসছিল, ঠিক তখন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে পাক হানাদারদের ফেলে যাওয়া মাইন বিস্ফোরণে নিহত হন ২৪ জন ঘরে ফেরা বীর মুক্তিযোদ্ধা।
দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্য্যালয় মাঠে শহীদস্তম্ভে এক মিনিট নীরবতা পালন শেষে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় শহীদস্তম্ভে শ্রদ্ধা জানান, সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমানসহ বীর মুক্তিযোদ্ধারা।
পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচলক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ জাহিদ আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক বর্ণালী পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার প্রমুখ।
এছাড়াও শহীদদের স্মরণে স্মৃতিচারণ এবং বীরমুক্তিযোদ্ধা সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে জেলা পরিষদ।