নয়াসড়কে মুদি দোকানে আগুন, ১২ লাখ টাকার ক্ষতি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২২, ৭:০৩:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর নয়াসড়ক পয়েন্টে একটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের (মুদি) দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় ১০ থেকে ১২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানটি বন্ধ ছিলো। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
এ ব্যাপারে প্রতিষ্ঠানের মালিক মিজানুর রহমান নিজু জানান, তিনি এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে ছিলেন এবং দোকানে কর্মচারীরাও বিয়েতে অংশ্রগহণ করেন। খাওয়া দাওয়া শেষ করে কর্মচারীদের দোকানে পাঠিয়ে দেন। কর্মচারীরা ফোন করে জানান, বন্ধ দোকানের ভিতরে আগুনের সূত্রপাত ঘটছে। তিনি আনুমানিক ১০ থেকে ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান।
সিলেট ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে বিষয়টি তদন্তাধীন।