স্কাউট সদস্যরা দেশের উন্নয়নে কাজ করছেন: জেলা প্রশাসক নয়া নির্বাহী কমিটি গঠন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২২, ৭:১০:২৮ অপরাহ্ন
গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেছেন, স্কাউট সদস্যরা নিজেদের সু-নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তাঁরা মানুষের কল্যাণে সর্বদা নিজেকে বিলিয়ে দিচ্ছেন।
তিনি গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বাংলাদেশ স্কাউটস সিলেট জেলা শাখার ৪০তম ত্রি-বার্ষিক কাউন্সিল ও সাধারণ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
বিদায়ী জেলা স্কাউট সম্পাদক মোঃ মকব্বির আলীর সঞ্চালনায়, স্কাউটার আবুল কালাম আজাদের কোরআন তেলাওয়াত এবং স্কাউটার সিতাংশু বিশ্বাস এর গীতা পাঠের মাধ্যমে সূচিত সভায় প্রধান স্কাউট ব্যক্তিত্বের বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস,সিলেট অঞ্চলের সম্পাদক মুবিন আহমদ জায়গীরদার। বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌসিফ আহমদ, সিলেটের জেলা শিক্ষা অফিসার এস এম আব্দুল ওয়াদুদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এরশেদুল হক, বাংলাদেশ স্কাউটস,সিলেট জেলা কমিশনার মামুন আহমদ,সিলেট জেলা রোভার স্কাউটস কমিশনার ডা.মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, সাবেক জেলা সম্পাদক এমদাদুল হক সিদ্দিকী এলটি,বিদায়ী কোষাধ্যক্ষ স্বপন চন্দ্র নাথ।
কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট, অডিটর নিয়োগ ও ২০২২-২০২৫ সালের জন্য বাংলাদেশ স্কাউটস,সিলেট জেলা নির্বাহী কমিটির ৫ জন সহ-সভাপতি, কোষাধ্যক্ষ,সম্পাদক ও যুগ্ম-সম্পাদক নির্বাচিত করা হয় এবং কমিশনার পদে মনোনীত করে নাম প্রস্তাব করা হয়। নব-গঠিত কমিটির সভাপতি (পদাধিকার বলে) জেলা প্রশাসক, সিলেট। সহ-সভাপতি পদে নির্বাচিতরা হচ্ছেন-স্কাউটার আবুল কালাম আজাদ, মোঃ আব্দুল জলিল, মোঃ খলিলুর রহমান,মোঃ জারউল্লাহ। কোষাধ্যক্ষ পদে স্কাউটার জাহেদুল আম্বিয়া কার্জন, সম্পাদক পদে স্কাউটার হিফজুর রহমান খান ও যুগ্ম-সম্পাদক পদে স্কাউটার আহমদ-উল কিবরিয়া বকুল নির্বাচিত হয়েছেন এবং কমিশনার পদে বর্তমান কমিশনার মোঃ মামুন আহমদকে মনোনীত করে তাঁর নাম প্রস্তাব করা হয়।