কুলাউড়া গাজীপুর চা বাগান হাসপাতালের কর্মকর্তা গোপী নাথ ঘোষের পরলোকগমন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২২, ৮:৩৮:২৫ অপরাহ্ন
ডাক ডেস্ক: দৈনিক সিলেটের ডাক এর সহকারী বিজ্ঞাপন ব্যবস্থাপক রাজীব ঘোষের কাকা গোপেন্দ্র ঘোষের ছেলে কুলাউড়া গাজীপুর চা বাগান হাসপাতালের কর্মকর্তা গোপী নাথ ঘোষ (নানু) আর নেই।
গত রোববার সিলেট এমএজি ওসমানী হাসপাতালে মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৬ বছর। ব্যক্তিজীবনে নি:সন্তান। গোপী নাথ ঘোষ স্ত্রী ও আত্মীয় স্বজন রেখে যান।