ফের ৩ দিনের রিমান্ডে জামায়াত আমীর ডা. শফিক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২২, ৬:০৯:৪৪ অপরাহ্ন
ডাক ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানকে যাত্রাবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূরের আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তাকে আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ৮ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আবুল বাসার। আসামিপক্ষে এডভোকেট কামাল উদ্দিন আহমেদ, আব্দুর রাজ্জাক, এডভোকেট শিশির মনির তার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূরের আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।