কাতার বিশ্বকাপ যাদের বিদায় জানালো
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২২, ৬:১৫:৩৩ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : কাতার আসরে আর্জেন্টিনার হয়ে শিরোপা জিতে সম্ভাব্য সেরা উপায়ে লিওনেল মেসি তার বিশ্বকাপ ক্যারিয়ারকে বিদায় জানিয়েছেন। ফুটবলের সর্বোচ্চ আসর থেকে বিদায় নেবার এর থেকে সুন্দর কোন উপায় হতে পারে না।
একবারে বিপরীত চিত্র ছিল পর্তুগীজ সুপারস্টার ও মেসির দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনাল্ডোর। রোনাল্ডোর জন্য বিশ্বকাপ থেকে এভাবে বিদায়টা মোটেই সুখকর ছিল না। ৩৭ বছর বয়সী রোনাল্ডো বর্তমানে ক্লাববিহীন রয়েছেন। পর্তুগালের দীর্ঘদিনের অধিনায়ক হিসেবে তাকে বিশ^কাপের শেষ ম্যাচে বদলি বেঞ্চে বসে থাকতে হয়েছে। কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে ১-০ গোলে পরাজয়ের পর রোনাল্ডো মাথা নিচু করে কাঁদতে কাঁদতে মাঠত্যাগ করেন। এর মাধ্যমেই তার বিশ^কাপ শিরোপা জয়ের স্বপ্ন শেষ হয়ে গেছে।
ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে নিয়ে গুঞ্জন রয়েছে, কাতারই হয়তোবা তার শেষ বিশ^কাপ হতে যাচ্ছে। ক্রোয়েশিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে পেনাল্টিতে হেরে ব্রাজিলের বিদায়ের পর মানসিকভাবে একেবারেই ভেঙ্গে পড়েছিলেন নেইমার। তখনই তিনি ইঙ্গিত দিয়েছিলেন হয়তো জাতীয় দলের জার্সি গায়ে তিনি শেষ ম্যাচটি খেলে ফেলেছেন। ইনজুরির কারণে কাতারে তিনি দুটি ম্যাচ খেলতে পারেননি। কিন্তু ফিরে এসে সেলেসাওদের হয়ে পেলের সর্বকালের সর্বোচ্চ ৭৭ গোলের রেকর্ড স্পর্শ করেন।
৩০ বছর বয়সী নেইমার পিএসজির সতীর্থ মেসির বয়সে বেশ খানিকটা ছোট বিধায় তার সামনে আরো একটি বিশ^কাপ খেলার সুযোগ থেকেই যাচ্ছে। ব্রাজিলের জীবন্ত কিংবদন্তি পেলে নিজেও নেইমারকে খেলা চালিয়ে যাবার আহ্বান জানিয়েছেন।
২০১৮ ব্যালন ডি’অর বিজয়ী লুকা মদ্রিচ ৩৭ বছর বয়সে বিশ^কাপের নিজের শেষ ম্যাচ খেলেছেন। রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ এই মিডফিল্ডার বিশ^কাপে ক্রোয়েশিয়াকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। ক্রোয়েশিয়া টানা দ্বিতীয়বারের মতো সেমিফাইনালে উঠেছিল। কিন্তু শেষ পর্যন্ত আর্জেন্টিনার কাছে পরাজিত হয়ে তাদের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হয়। সেখানে মরক্কোকে হারিয়ে ক্রোয়েশিয়া তৃতীয় স্থান নিয়ে বাড়ি ফিরেছে। এই ম্যাচের পর মড্রিচ বলেছেন ২০২৩ সালের নেশন্স লিগে তিনি দলকে শিরোপা উপহার দিতে চান।
৩৪ বছর বয়সী পোল্যান্ডের রবার্ট লিওয়ানদোস্কি তার বর্ণাঢ্য ক্যারিয়ারে বিশ^কাপে গোলের দেখা পেয়েছেন। সৌদি আরবের বিপক্ষে গ্রুপ পর্বে তিনি বিশ^কাপের প্রথম গোল করেন। কিন্তু বার্সেলোনার এই ফরোয়ার্ড এখনো নিশ্চিত নন আরো একটি বিশ^কাপ খেলা তার পক্ষে সম্ভব হবে কিনা।
উরুগুয়ের আক্রমণভাগকে দীর্ঘদিন নেতৃত্ব দেয়া লুইস সুয়ারেজ ও এডিনসন কাভানির এটাই শেষ বিশ^কাপ ছিল। যদিও কাতারে এই দুজনের কেউই গোল পাননি। ৩৫ বছর বয়সী সুয়ারেজ গ্রুপ পর্ব থেকে উরুগুয়ের বিদায়ে দারুন হতাশ হয়েছেন।
জার্মানীর সাবেক বিশ^কাপ জয়ী তারকা ৩৩ বছর বয়সী থমাস মুলারও শেষ বিশ^কাপ খেলে ফেলেছেন। কাতারে তিনি গোল করতে ব্যর্থ হয়েছে। একইসাথে জার্মানীরা টানা দ্বিতীয়বারের মত গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে।
বেলজিয়ামের তারকা এডেন হ্যাজার্ড গ্রুপ পর্ব থেকে বেলজিয়ামের বিদায়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ২০১৮ সালে রাশিয়া বিশ^কাপে উজ্জীবিত বেলজিয়াম সেমিফাইনালে খেলেছিল।
৩৩ বছর বয়সী ওয়েলস তারকা গ্যারেথ বেল বিশ^কাপ বাছাইপর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তবে কাতারে নিজেকে মেলে ধরতে পারেননি।
বর্তমান ব্যালন ডি’অর বিজয়ী করিম বেনজেমা ইনজুরির কারণে কাতারে খেলতে পারেননি। ইতোমধ্যেই তার দল ফ্রান্স ফাইনালে পরাজিত হওয়ায় ৩৪ বছর বয়সী এই রিয়াল মাদ্রিদ তারকা আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানিয়েছেন।