দানবীর ড. রাগীব আলীকে লিডিং ইউনিভার্সিটির শিক্ষকবৃন্দের অভিনন্দন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২২, ৬:৩৮:০৮ অপরাহ্ন
ডাক ডেস্ক : জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের গভর্নিং বডির চেয়ারম্যান পদে পুনঃমনোনীত হওয়ায় দানবীর ড. রাগীব আলীকে অভিনন্দন জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা এবং শিক্ষকবৃন্দ। গত মঙ্গলবার তাঁরা দানবীর ড. রাগীব আলীর মালনীছড়াস্থ বাংলোয় গিয়ে দেখা করেন এবং অভিনন্দন জানান।
এ সময় লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, কলা ও আধুনিক ভাষা ও কলা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, প্রক্টর রানা এম. লুৎফুর রহমান পীর এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।