কোম্পানীগঞ্জে প্রধানমন্ত্রীর ছবি ছিঁড়ে ফেলার ঘটনায় থানায় অভিযোগ জড়িত সন্দেহে আটক ১
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২২, ৬:৫৩:০৯ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের উদ্বোধন হয়েছে গতকাল বুধবার। সকালে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ মহাসড়ক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মহাসড়কটি উদ্বোধন উপলক্ষে বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন লাগিয়েছিলো সিলেটের সড়ক ও জনপথ অধিদপ্তর। তবে, রাতের আঁধারে কে বা কারা ছবিগুলো ছিঁড়ে ফেলেছে। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে সওজ। সওজের সহকারী প্রকৌশলী মোহাম্মদ আলী বাদী হয়ে মামলাটি (নং-১১) করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, বিষয়টি জানার পরই আমরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। এ বিষয়ে পুলিশ পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবে।
এদিকে, ঘটনার সাথে জড়িত সন্দেহে আল আমিন (২০) নামে একজনকে আটক করেছে পুলিশ। সে উপজেলার শিলেরভাঙ্গা গ্রামের আরজু মিয়ার পুত্র এবং ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, প্রধানমন্ত্রীর ছবি ছিঁড়ে ফেলার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।