শেষ হলো এসসিসি আন্তঃ হাউস ক্রীড়া প্রতিযোগিতা
ক্যাডেটদের দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে হবে —মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২২, ৬:১৯:৩৪ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেট ক্যাডেট কলেজের(এসসিসি) আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার শীতের বিকেলে সূর্য লাল আভা ছড়িয়ে যখন পশ্চিম আকাশে ঢলে পড়ছে ; তখন বর্তমান ও প্রাক্তন ক্যাডেট, আমন্ত্রিত অতিথি, অভিভাবক, উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, শিক্ষকসহ সকল অতিথির উপস্থিতিতে বর্ণিল আয়োজনের পর্দা নামে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী, ওএসপি (বার) এসজিপি, এনডিসি, পিএসসি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ক্যাডেটরা অফুরন্ত সম্ভাবনার প্রতীক, ভবিষ্যতের উজ্জ্বল স্বপ্নদ্রষ্টা। তোমাদের সামনের দিন অনেক উজ্জ্বল। তোমাদেরকে জাতির ভবিষ্যৎ কান্ডারী হয়ে জাতির কল্যাণে এগিয়ে যেতে হবে। সেবা ও আত্মত্যাগের সুমহান ব্রত নিয়ে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে ক্যাডেটদেরকে দেশ ও জাতির কল্যাণে আরো বেশি অবদান রাখতে হবে।’ বক্তব্যের শুরুতে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, ‘শুধু পড়ালেখা এবং বছরব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম হলেই হবে না, তোমাদের সততা, দায়বদ্ধতা, নৈতিকতা ও উচ্চ মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে। দেশের প্রতি তোমাদের দায়বদ্ধতা আছে। ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক আয়োজনে প্রধান অতিথি সন্তোষ প্রকাশ করে বলেন, ‘প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্ততা, সহমর্মিতা, উচ্ছ্বাসের যে স্বাক্ষর রাখা হয়েছে; তা ভবিষ্যতে সকলকে আরো দৃঢ় ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ রাখবে।’ প্রধান অতিথি সিলেট ক্যাডেট কলেজকে প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত গৌরবময় আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান উল্লেখ করে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানান।
পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
গত ১৯ ডিসেম্বর সকাল ৯টায় শুরু হওয়া বর্ণিল এ আয়োজনের উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ মোহা. অহিদ উল্লাহ। ক্যাডেট কলেজসমূহে বছরের সবচেয়ে বড় প্রতিযোগিতা আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এই বছর সিলেট ক্যাডেট কলেজের আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় “শাহজালাল (রহ.) হাউস এবং রানারআপ হয় তিতুমীর হাউস। আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এবং বছরের বিভিন্ন প্রতিযোগিতার ফলাফলের ভিত্তিতে সার্বিকভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শাহজালাল (রহ.) হাউস এবং রানার আপ হয় সুরমা হাউস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে কলেজ অধ্যক্ষ সবাইকে ধন্যবাদ জানান এবং ক্যাডেটদের উদ্দেশ্য বলেন, “ক্যাডেটদেরকে শুধু পড়াশুনা কেন্দ্রিক নয় বরং সংস্কৃতি, খেলাধুলা, নৈতিকতাসহ সকল গুণাবলী সম্পন্ন একজন পরিপূর্ণ মানুষ হতে হবে।”