চীনে সুনামিতে রূপ নিচ্ছে করোনা, উদ্বিগ্ন ডব্লিউএইচও
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২২, ৬:২১:০৬ অপরাহ্ন
ডাক ডেস্ক : চলতি ডিসেম্বরের প্রথম দিকে চীন সরকার ‘জিরো কোভিড’ নীতি থেকে সরে আসার পর বেইজিংয়ে করোনার দৈনিক সংক্রমণ বাড়তে শুরু করেছিল। এখন তা ধীরে ধীরে সুনামিতে রূপ নিচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, চীনে করোনার এত সংক্রমণ আগে কখনো দেখা যায়নি। বিষয়টি নিয়ে তিনি উদ্বিগ্ন।
বুধবার এক সংবাদ সম্মেলনে তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, চীনে বর্তমানে যে পরিস্থিতি দেখা দিয়েছে, তা নিয়ে ডব্লিউএইচও খুবই উদ্বিগ্ন। ঝুঁকিতে থাকা মানুষদের করোনার টিকা দেওয়ায় চীনকে সহায়তা করছে সংস্থাটি। এ ছাড়া দেশটির জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় সহায়তা করার প্রস্তাব দিয়ে যাবে ডব্লিউএইচও।
চীন সরকার করোনা মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫ হাজার ২৪১ জনের মৃত্যুর খবর জানিয়েছে। দেশটির জনসংখ্যা বিবেচনায় মৃত্যুর এই পরিমাণ বিভিন্ন দেশের তুলনায় অনেক কম।