সুনামগঞ্জে ৭০ পিস ইয়াবাসহ যুবক আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২২, ৬:২৮:২৯ অপরাহ্ন
তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জ সদর উপজেলার ৯নম্বর ওয়ার্ডের টুকেরঘাটগামী ব্লকের রাস্তা সংলগ্ন দোকানে অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে সুনামগঞ্জ ডিবি পুলিশ। আটক ব্যক্তির নাম জাহিদুল ইসলাম ইমন (২৪)। সে সুনামগঞ্জ সদর থানার আদর্শ গ্রামের মোঃ ওবায়ের আহমেদের ছেলে।
গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে মায়ের দোয়া মার্কেটের ভেতরে একটি মোবাইল সার্ভিসিং দোকান থেকে তাকে আটক করা হয়।
সুনামগঞ্জ ডিবি পুলিশের এস.আই পংকজ দাশের নেতৃত্বে এএসআই মোজাম্মল হকসহ ডিবি পুলিশের সদস্যরা অভিযানে উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর ইয়াবাসহ যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।