জৈন্তাপুরে অপহরণ মামলার পলাতক আসামী গ্রেফতার ভিকটিম উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২২, ৬:৩৭:২১ অপরাহ্ন
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : জৈন্তাপুর মডেল থানায় দায়েরকৃত একটি অপহরণ মামলার পলাতক আসামী গ্রেফতার হয়েছে। সেই সাথে ভিকটিম অপহৃত তরুণীকেও উদ্ধার করে পুলিশ।
গত বুধবার জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক নিখিল চন্দ্র দাস গোপন সংবাদ পেয়ে সিলেটের কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে অপহরণ মামলার পলাতক আসামী জৈন্তাপুর নিজপাট গুয়াবাড়ি গ্রামের ফয়জুল হকের পুত্র সেবুল আহমদ (৩২) কে গ্রেফতার করে। এই সময় অপহৃত তরুণীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অপহৃত তরুণীকে ওসমানী মেডিকেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)-এ ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১৭ অক্টোবর গ্রেফতারকৃত ওই আসামীর বিরুদ্ধে অপহরণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়। এর পর থেকেই অভিযুক্ত সেবুল তরুণীসহ নিখোঁজ ছিলেন।
পুলিশ আসামী গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। প্রতিনিয়ত স্থান পরিবর্তন করায় তাদের গ্রেফতার করা যাচ্ছিল না । অবশেষ তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামীর অবস্থান নিশ্চিত হওয়ার পর বিয়ানীবাজার ও দক্ষিণ সুরমা থানা পুলিশ এবং এসএমপি সিলেটের সহযোগিতায় দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করা হয় এবং ভিকটিমকে উদ্ধার করা হয়।
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ জানান, গতকাল বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত আসামীকে কোর্টে চালান করা হয়েছে। উদ্ধার হওয়া ভিকটিমকে ওসিসিতে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।