বড়দিন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২২, ৬:৪৪:০৪ অপরাহ্ন
এসএমপি’র সদর দপ্তর এর সভাকক্ষে আসন্ন শুভ বড়দিন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্তে এক মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এসএমপি পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোঃ জোবায়েদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিনার (ক্রাইম এন্ড অপস্) মুঃ মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোঃ কামরুল আমীন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাঃ সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ তোফায়েল আহমদ, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদীদ, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মোঃ জাহেদ পারভেজ চৌধুরী সহ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, সিলেট ইম্মানুয়েল জ্যাঃ চার্চের প্রতিনিধি, এজি চার্চের প্রতিনিধি, লাক্কাতুরা চার্চের প্রতিনিধি, লাক্কাতুরা প্রেস বিটারিয়ান চার্চের প্রতিনিধি, খাদিম মিশন ক্যাথলিক চার্চের প্রতিনিধি, খাদিমনগর চার্চের প্রতিনিধি বিভিন্ন থানার সহকারি পুলিশ কমিশনার, অফিসার ইনচার্জগণ সহ বিভিন্ন চার্চের প্রতিনিধিবৃন্দ।
আলোচনা সভায় বিভিন্ন গীর্জা ও চার্চের প্রতিনিধিবৃন্দ তাদের নিজস্ব মতামত উপস্থাপন করেন। তাছাড়া বিভিন্ন সরকারী দপ্তর- সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, সিভিল সার্জন এর প্রতিনিধি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতনিধিগণ শুভ বড় দিন উপলক্ষে তাদের ফোকাল পয়েন্ট এর নাম ঘোষণা করেন এবং যে কোন প্রয়োজনে সহযোগিতা করবেন বলে জানান। পুলিশ কমিশনার তার বক্তব্যে বলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ হতে আসন্ন শুভ বড়দিন উপলক্ষে সার্বিক নিরাপত্তা প্রদান করা হবে। তাছাড়া শুভ বড়দিন উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপনের লক্ষে সকলের সহযোগিতা কামনা করেন। বিজ্ঞপ্তি