জুড়ী নদীতে মাছ শিকারে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২২, ৫:৪৩:০৫ অপরাহ্ন
জুড়ী (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা : জুড়ী নদীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেলিম আহমদ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার ফুলতলা ইউনিয়নের বটুলী গ্রামে।
তিনি পূর্ব বটুলী গ্রামের আব্দুল খালিকের ছেলে। জানা গেছে, সেলিম আহমদ বৈদ্যুতিক ফাঁদের মাধ্যমে জুড়ী নদীতে মাছ শিকার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।