জুড়ীতে রেল লাইনের পাশ থেকে লাশ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২২, ৫:৪৩:৫১ অপরাহ্ন
জুড়ী (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা : জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভূয়াই এলাকায় রেল লাইনের পাশ থেকে রণশীল (৭৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রণশীলের বাড়ী ফুলতলা ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেল ৫টায় স্থানীয় লোকজন কুলাউড়া-শাহবাজপুর রেললাইনের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে জুড়ী থানা পুলিশ সন্ধ্যার পর ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
জায়ফরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মাসুম রেজা বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে জুড়ী থানায় ফোন করে পুলিশকে বিষয়টি বলেন। জুড়ী থানার এসআই সৈয়দ আব্দুল মান্নান জানান, লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। রণশীল মানষিক ভারসাম্যহীন ছিলেন। তার লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।