সিকিমে সামরিক ট্রাক খাদে পড়ে ভারতের ১৬ সেনা নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২২, ৬:০২:৩০ অপরাহ্ন
ডাক ডেস্ক : ভারতের সিকিমে সেনাবাহিনীর একটি ট্রাক খাদে পড়ে ১৬ সেনা সদস্য নিহত হয়েছে।
গতকাল শুক্রবার উত্তর সিকিমের জেমায় এ দুর্ঘটনা ঘটে বলে ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, জেমার পাহাড়ি রাস্তায় বাঁক নেওয়ার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হয় চার সেনা সদস্য। তাদের সামরিক হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়।
ভারতীয় সেনাবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়, দুর্ঘটনাকবলিত ট্রাকসহ সেনাবাহিনীর তিনটি গাড়ির একটি বহর সিকিমের চাতেন থেকে জেমা হয়ে থাংগুর দিকে যাচ্ছিল।
দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয় জানিয়ে বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে তিনজন সেনাবাহিনীর জুনিয়র কমিশন্ড অফিসার এবং বাকিরা সৈনিক পদমর্যাদার।