সিলেটে বিএনপির গণমিছিল সফলে সভা
‘আন্দোলনের মাধ্যমেই এই সরকারের পতন হবে’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২২, ৬:১০:২২ অপরাহ্ন

সিলেট বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, “সরকার জনগণের ন্যায্য আন্দোলনকে বন্ধ করতে বিএনপির শীর্ষ নেতাদের গ্রেফতার করেছে। তারা মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিতে চায়। যতই জুলুম নির্যাতন আসুক না কেন, চলমান গণতান্ত্রিক আন্দোলনকে থামানো যাবে না। অবিলম্বে বিএনপির চেয়ারপার্সন ও মহাসচিবসহ সকল নেতৃবৃন্দকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যতায় তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। আন্দোলনের মাধ্যমেই এই সরকারের পতন হবে।”
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার বেলা ১২ টায় সিলেট রেজিষ্ট্রারী মাঠ থেকে অনুষ্ঠিতব্য গণমিছিল সফল করতে গতকাল শুক্রবার নগরীর একটি হোটেলে সিলেট জেলা ও মহানগর বিএনপির প্রস্তুতি সভায় বক্তারা এসব কথা বলেন।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও ড. এনামুল হক চৌধুরী, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের শামীম, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফরহাদ চৌধুরী শামীম, রেজাউল হাসান কয়েস লোদী, এমদাদ হোসেন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মুমিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খাঁন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যেতি এ্যাষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে আহসান রাব্বী প্রমুখ।-বিজ্ঞপ্তি