মাদক কারবারি নাজমা গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২২, ৬:১৩:০৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : দক্ষিণ সুরমার ক্বীন ব্রীজ সংলগ্ন সুইপার কলোনী থেকে মাদক কারবারি নাজমা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। সে ভার্থখলার আব্দুর রহমানের স্ত্রী। গত বুধবার রাত আটটার দিকে দক্ষিণ সুরমার ক্বীন ব্রীজ সংলগ্ন সুইপার কলোনীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে বেশকিছু গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১০ (২১/১২/২০২২)। দক্ষিণ সুরমা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী জানায়, গ্রেফতারকৃত নাজমাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।