হাটখোলা ইউপির সাবেক চেয়ারম্যান জমির উদ্দিনের ইন্তেকাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২২, ৬:১৩:৫০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব জমির উদ্দিন গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭২ বছর। সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ:নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহি রেখে গেছেন।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উমাইরগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাযা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় সিলেট বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক মুসল্লী অংশ নেন।