মহাসড়কে ত্রি-হুইলার রোধে পুলিশের অভিযান অবৈধ ১৬ গাড়ী আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২২, ৬:১৫:০১ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : হাইকোর্টের আদেশ অমান্য করে মহাসড়কে চলাচলকারী ত্রি-হুইলার চলাচল বন্ধে পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে ১৬টি অবৈধ গাড়ী আটক করেছে।
গতকাল শুক্রবার বিকেলে শায়েস্তগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইনুল ইসলাম ভূইয়া সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে হবিগঞ্জের মাধবপুর ও অলিপুর এলাকা থেকে ১১টি সিএনজি এবং ৫টি ব্যাটারি চালিত অটোরিক্সা আটক করেন। মহাসড়কে চলাচল নিষিদ্ধ তিন চাকার যানবাহনগুলোর বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।