জৈন্তাপুরে প্রতিবন্ধী নারীকে দোকান উপহার দিলো শিহরণ সমাজ কল্যাণ সংস্থা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২২, ৬:১৭:০৬ অপরাহ্ন
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : জৈন্তাপুরের আসামপাড়া এলাকায় প্রতিবন্ধী এক নারীকে ঢাকার শিহরণ সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে একটি টং দোকান উপহার দেয়া হয়েছে। শুধু দোকান ঘর নির্মাণ নয়, প্রাথমিকভাবে কিছু মালামালও প্রদান করা হয়েছে। পরিবারের উপর বোঝা না হয়ে নিজে কর্মসংস্থান করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে এ সহায়তা করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকেল ৪টায় দোকান উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী।
এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ আব্দুন নুর মেম্বার, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম, সমাজসেবী জাহিদ মিয়া, ব্যবসায়ী আব্দুল জব্বার, সোহেল আহমদ, ঢাকাস্থ শিহরণ সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক প্রকৌশলী এম এইচ পরাগ মিয়াজী, উপদেষ্টা আমিনুল ইসলাম, ইউসুফুর রহমান, সালমান শাহ্, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সাংগঠনিক সম্পাদক দ্বীন মাহমুদ, দপ্তর সম্পাদক নাহিম আমিন, সহ কোষাধ্যক্ষ মেহেদী হাসান কাকন, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ ইনতিয়াজ, সদস্য ইমন বকাউল, জাকারিয়া গাজী, আব্দুল আহাদ প্রমুখ।