নবীগঞ্জে কমিটি নিয়ে দ্বন্দ্বে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২২, ৬:৩৮:২২ অপরাহ্ন
নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : নবীগঞ্জে ছাত্রলীগের কমিটি নিয়ে দ্বন্দ্বে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের নতুন বাজার মোড়ে এ ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জেলা ছাত্রলীগ ঘোষিত আহবায়ক কমিটি ও কেন্দ্রীয় ছাত্রলীগের প্যাডে অপর একটি আহবায়ক কমিটি নিয়ে বিরোধ শুরু হয়।
গত ৫ ডিসেম্বর হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিনের স্বাক্ষরে নাজিম উদ্দৌলা চৌধুরীকে আহ্বায়ক, সজীব খান, সৈকত আহমেদ, ইমরান রেজাকে যুগ্ম আহ্বায়ক করে উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটি ঘোষণার পর কেন্দ্রীয় ছাত্রলীগের দলীয় প্যাডে জাহিদুল ইসলাম রুবেলকে আহ্বায়ক করে অপর একটি কমিটির সংবাদ বিজ্ঞপ্তির কাগজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়িয়ে পড়ে। এরপর থেকে পাল্টাপাল্টি কমিটিকে কেন্দ্র করে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। শহরে উভয়পক্ষের আলাদা আলাদা শোডাউন দেখা যায়। গতকাল দুপুরে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাজিম উদ্দৌলা চৌধুরীসহ একটি পক্ষ জুয়েল ম্যানশনের সামনে অবস্থান নেয়। অপরদিকে, জাহিদুল ইসলাম রুবেলের নেতৃত্বে অপর পক্ষ শহরের রাজা কমপ্লেক্সের সামনে অবস্থান নেয়। বিকালে বাংলাদেশ ছাত্রলীগের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে নাজিম উদ্দৌলা চৌধুরীর নেতৃত্বে নবীগঞ্জ পৌর ও কলেজ শাখার নেতৃবৃন্দ আনন্দ মিছিল বের করে। মিছিলটি নবীগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজার মোড়ে পথসভায় মিলিত হয়। এসময় অপরদিক থেকে আসা জাহিদুল ইসলাম রুবেলের গ্রুপের নেতাকর্মী আসলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে উভয় গ্রুপের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় ৪-৫ জন নেতাকর্মী আহত হন। নবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মুর্শিদ সরকার জানান, পরিস্থিতি স্বাভাবিক আছে। ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সামান্য ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।