জামিয়া দারুল ফালাহ’র অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২২, ৬:৩৯:০২ অপরাহ্ন
‘পমধার যথাযথ বিকাশ, প্রযুক্তিগত দক্ষতায় দেশ-বিদেশে গ্রহণযোগ্য ইসলামিক স্কলার ও আধ্যাত্মিক নেতৃত্ব সৃষ্টির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে জামিয়া দারুল ফালাহ।’
গতকাল শুক্রবার হোটেল গার্ডেন ইনে জামিয়া দারুল ফালাহ আয়োজিত অভিভাবক ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী উপরিউক্ত কথাগুলো বলেন। জামিয়ার পরিচালনা পর্ষদ সভাপতি অধ্যাপক বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জামিয়ার বিগত বছরের রিপোর্ট ও আগামীর পরিকল্পনা পেশ করেন জামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফিজ মাওলানা শিব্বির আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নগরীর নাইওরপুল মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা নজমুদ্দীন কাশেমী,ইমাম প্রশিক্ষণ একাডেমী সিলেটের সহকারী পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম, মাওলানা ছাদিকুর রাহমান, মাওলানা খলিলুর রহমান,বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম আশরাফ হোসেন জামান, আব্দুল কুদ্দুস হেলাল, কাওসার আহমদ টিপু, আকিকুর রাহমান, মাওলানা মনির হোসাইন, সাবেক চেয়ারম্যান এসএম আনোয়ার হোসাইন প্রমুখ। অনুষ্ঠানে জামিয়ার ৫ বছর মেয়াদী পরিকল্পনায় মসজিদ কমপ্লেক্স তৈরী, উন্মুক্ত পাঠাগার, ইমাম-মুয়াজ্জিন ট্রেনিং প্রোগ্রাম, পৃথক (ছেলে-মেয়ে) ইসলামীক স্কুল, লাইব্রেরি, এইচএসসি সমমান মাদরাসা, শিক্ষকদের জন্য ফেমিলি কোয়ার্টার, কম্পিউটার ল্যাব, কারিগরি প্রশিক্ষণ, সামাজিক অনুষ্ঠানের জন্য হলরুম, পৃথক (ছাত্র-ছাত্রী) খেলার মাঠ, প্রাথমিক চিকিৎসাকেন্দ্র, কবরস্থান সহ বিভিন্ন প্রকল্প তুলে ধরা হয়।-বিজ্ঞপ্তি