মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তার পরিদর্শন
গোলাপগঞ্জের কেটিএল ও এলপিজি প্ল্যান্ট চালুর নীতিগত সিদ্ধান্ত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২২, ৫:৫০:২৭ অপরাহ্ন
গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : গোলাপগঞ্জ উপজেলায় জ্বালানি উৎপাদনকারী আরপিজিসিএল (রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিঃ) এর কৈলাশটিলা এলপিজি (কেটিএল) প্ল্যান্ট এবং এলপি গ্যাস কোম্পানির এলপি গ্যাস বোটলিং প্ল্যান্টের উৎপাদন চালু করতে সরকারের নীতিগত সিদ্ধান্ত আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মো. হাফিজুর রহমান চৌধুরী। এর সাথে কারিগরি অনেক বিষয় জড়িত রয়েছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়গুলো দেখা হচ্ছে। প্ল্যান্ট দুটো দ্রুত উৎপাদনে যাবে বলে আশাবাদ এ কর্মকর্তার।
গতকাল শনিবার গোলাপগঞ্জ উপজেলায় প্ল্যান্ট পরিদর্শন শেষে স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। গতকাল সকালে তিনি প্রথমে গোলাপগঞ্জের কৈলাশটিলা গ্যাসফিল্ডে যান। সেখানে কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে এলপি গ্যাস বোটলিং কারখানা পরিদর্শন করেন। পরে তিনি আরপিজিসিএল এর কেটিএল প্ল্যান্ট পরিদর্শন করেন। এসময় তিনি প্ল্যান্টের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। পরে তিনি কৈলাশটিলা গ্যাসফিল্ডের নতুন ৮নং কূপের খনন কাজের অগ্রগতি পরিদর্শন করেন। দিনব্যাপী পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট গ্যাসফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মান্নান, গোলাপগঞ্জ পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, আরপিজিসিএল এর জিএম (অপারেশন) প্রকৌশলী খালেদা খানম, এলপি গ্যাস এর ডিজিএম (চট্টগ্রাম প্ল্যান্ট) প্রকৌশলী সিদ্দিক হোসেন, কৈলাশটিলা এমএসটিই প্ল্যান্টের ডিজিএম প্রকৌশলী জাফর ইমাম সিদ্দীক, আরপিজিসিএল এর ডিজিএম (এলএনজি) প্রকৌশলী মুহাম্মদ আলী আজ্জাহিদ খান, এলপি গ্যাস বোটলিং কারখানার ইনচার্জ প্রকৌশলী আব্দুল মোমেন খান, আরপিজিসিএল এর কেটিএল প্ল্যান্টের ইনচার্জ প্রকৌশলী মোহাম্মদ ফজলুল হক প্রমুখ।
উল্লেখ্য, গোলাপগঞ্জ উপজেলায় জ্বালানি তেল ও এলপি গ্যাস উৎপাদনকারী আরপিজিসিএল এর কেটিএল প্ল্যান্ট এবং এলপি গ্যাস কোম্পানির এলপি গ্যাস বোটলিং কারখানার উৎপাদন দুই বছরের অধিক সময় থেকে বন্ধ রয়েছে।