সিলেটে ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বক্তারা
মানুষের অধিকার আদায়ে ইত্তেফাকের ভূমিকা অনন্য
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২২, ৫:৫৩:০৯ অপরাহ্ন
ডাক ডেস্ক ॥ ঐতিহ্যবাহী দৈনিক ইত্তেফাক এর ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠান গতকাল শনিবার বিকালে অনুষ্ঠিত হয় । সিলেট প্রেসক্লাবের ‘আমিনূর রশীদ চৌধুরী মিলনায়তনে’ আয়োজিত অনুষ্ঠানে সুধী, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে মানুষের অধিকার আদায়ে অনন্য ভূমিকা রেখে চলেছে দৈনিক ইত্তেফাক। তারা বলেন, ইত্তেফাকের প্রতিষ্ঠাতা মানিক মিয়ার দেশপ্রেম সর্বজন স্বীকৃত। মরহুম মানিক মিয়াকে সাংবাদিকতার পথিকৃত উল্লেখ করে বক্তারা বলেন, দৈনিক ইত্তেফাক অনেক চাড়াই-উৎরাই পেরিয়ে সত্তর বছরে পদার্পণ করেছে। ইত্তেফাকের কাছে সাধারণ মানুষের অনেক প্রত্যাশা উল্লেখ করে তারা বলেন, মানুষ এখন খবরের ভিতরের খবর জানতে চায়।
দৈনিক ইত্তেফাকের ব্যুরো চিফ হুমায়ূন রশিদ চৌধুরীর সভাপতিত্বে সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন- সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী ও কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল ইসলাম, জাতীয় পার্টির জেপি‘র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সিলেট জেলা সভাপতি ইফতেখার আহমদ লিমন। অন্যদের মধ্যে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের প্রচার সম্পাদক সুফি সুহেল আহমদ, সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক খালেদ আহমদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সেক্রেটারী মোহাম্মদ সিরাজুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের ফটো সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল, বাংলাদেশ বেতারের সাংবাদিক শফিকুর রহমান চৌধুরী, কবির আহমদ, মুহিবুর রহমান প্রমুখ। শুভেচ্ছা জানান সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান, এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি সিকন্দর আলী, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিলেট শাখার সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, ইমজা‘র সভাপতি মঈন উদ্দিন মনজু, সাংবাদিক শফি আহমদ শফি প্রমুখ।
হবিগঞ্জেও প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
হবিগঞ্জ প্রতিনিধি জানান, হবিগঞ্জে দৈনিক ইত্তেফাকের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মনসুর উদ্দিন আহমেদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ জামিল। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ, কবি তাহমিনা বেগম গিনি, অধ্যাপক জাহান আরা খাতুন, বাপা কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম আরাফাত, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শামছুল হুদা ও জেলা বাপার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল। অনুষ্ঠানে উপস্থিত সুধীজন দৈনিক ইত্তেফাকের সমৃদ্ধি কামনা করেন। আলোচনা শেষে কেক কাটা হয়।