জৈন্তাপুরে সালিশ ব্যক্তিত্ব আতাউর রহমান বাবুলের ইন্তেকাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২২, ৫:৫৪:০৭ অপরাহ্ন

জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জৈন্তিয়া ১৭ পরগনার সালিশ ব্যক্তিত্ব আতাউর রহমান বাবুল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল শনিবার ভোর সাড়ে ৪টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি চৌরিহাটিস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তাঁর আকস্মিক মৃত্যু সংবাদ পেয়ে মুহূর্তের মধ্যে বাড়িতে ছুটে যান এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যা, নাতি-নাতনি, বড় ভাই, ভাতিজা-ভাতিজিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ঐদিন বাদ আছর জৈন্তাপুর রাজবাড়ি খেলার মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে গ্রামের সামাজিক গোরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
জানাজার নামাজের পূর্বে মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, নিজপাট ইউপি চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চিকনাগুল ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, তামাবিল চুনাপাথর, পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের সহ সভাপতি মো: জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন সেদু, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাসিনুল হক হুসনু, বিশিষ্ট সমাজসেবী আব্দুল মতিন শাহীন, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার আব্দুল জলিল, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আবুল হাসিম।
পরিবারের পক্ষে সবার নিকট দোয়া চান মরহুমের বড় ভাই লুৎফুর রহমান ও চাচাত ভাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ।
এছাড়া, মরহুমের জানাজার নামাজে আরও উপস্থিত ছিলেন জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আব্দুল মৌলা চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম ইসমাইল আলী আশিক, ফরিদ উদ্দিন আহমদ, অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, সাবেক সভাপতি ফয়েজ আহমদ, ব্যবসায়ী মামুন পারভেজ, সমাজসেবী হায়দর আলী।
এদিকে, নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান বাবুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি, জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, ফতেপুর ইউপি চেয়ারম্যান রফিক আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল হোসেন মো: হানিফ। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।