কোম্পানীগঞ্জে সক্রিয় ট্রান্সফরমার চোর চক্র
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২২, ৫:৫৭:৩৩ অপরাহ্ন
একের পর এক ট্রান্সফরমার চুরি হলেও তৎপরতা নেই পুলিশের
আবিদুর রহমান, কোম্পানীগঞ্জ থেকে ॥ কোম্পানীগঞ্জে একের পর এক চুরি হচ্ছে বৈদ্যুতিক ট্রান্সফরমার। গত দুই সপ্তাহে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আটটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। পল্লী বিদ্যুৎ অফিস জানিয়েছে, গত তিন মাসে ২০টি ট্রান্সফরমার চুরি হয়েছে। চুরি হওয়া এসব ট্রান্সফরমারের জন্য খেসারতও দিতে হচ্ছে ভুক্তভোগীদের। কিন্তু, চুরি ঠেকাতে নেই পুলিশী তৎপরতা।
খোঁজ নিয়ে জানা গেছে, গত অক্টোবর থেকে এ পর্যন্ত উপজেলাটিতে ২০টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। ট্রান্সফরমারগুলো পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন। সর্বশেষ গত শুক্রবার দিবাগত রাতে কলাবাড়ি গ্রামে তজমুল মিয়ার স্টোন ক্রাশারের দুইটি ট্রান্সফরমার চুরি হয়েছে। এর আগেরদিন পাড়ুয়া গ্রামের বায়েজিদ স্টোন ক্রাশার মিল থেকে তিনটি সাড়ে ৩৭ কেভিএ ট্রান্সফরমার চুরি হয়। একই গ্রামের আল রাজি স্টোন ক্রাশার মিল থেকে চুরি হয় একটি ট্রান্সফরমার।
শিবনগর গ্রামের কাশেম মিয়া জানান, গত ১৭ ডিসেম্বর তাদের ক্রয়কৃত একটি ১০ কেভিএ ট্রান্সফরমার চুরি হয়। দয়ারবাজার কালাইরাগ শাহজালাল কোম্পানির পরিচালক সিরাজুল ইসলাম জানান, গত ৯ ডিসেম্বর তাদের একটি ৫ কেভিএ ট্রান্সফরমার চুরি হয়।
পল্লী বিদ্যুতের কোম্পানীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মৃণাল কান্তি চৌধুরী বলেন, গত অক্টোবর থেকে এ পর্যন্ত ২০টি ট্রান্সফরমার চুরি হয়েছে। চুরি হওয়া ট্রান্সফরমারগুলোর আর্থিক মূল্য প্রায় ৭ লাখ টাকা। চুরি প্রতিরোধে জনসচেতনতা তৈরি করেও ট্রান্সফরমার চুরি ঠেকানো যাচ্ছে না।
এদিকে, বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হওয়ার পর এর খেসারতও দিচ্ছেন গ্রাহকেরা। পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ম অনুযায়ী, প্রথমবার চুরি হওয়া ট্রান্সফরমার পুনরায় স্থাপন করতে গ্রাহককে নতুন ট্রান্সফরমারের অর্ধেক মূল্য পরিশোধ করতে হয়। আবার চুরি হলে ট্রান্সফরমারের সম্পূর্ণ মূল্য দিতে হয় গ্রাহকদের। ট্রান্সফরমার চুরি হলে মূল্য পরিশোধের পরও নতুন করে ট্রান্সফরমার প্রতিস্থাপনে এক সপ্তাহ থেকে এক মাস পর্যন্ত লেগে যায়। এ সময়টা বিদ্যুৎবিহীন থাকতে হয় গ্রাহকদের।
অপরদিকে, চুরির ঘটনায় এ পর্যন্ত কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করতে পেরেছে। চুরি হওয়া কোনো ট্রান্সফরমারই তারা উদ্ধার করতে পারেনি। চুরি ঠেকাতে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি পুলিশ।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, ট্রান্সফরমার চুরির ঘটনায় একটি মামলা হয়েছে। একজন আটক আছে। চুরির ঘটনাগুলো গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ বলেন, অস্বাভাবিকভাবে বেড়েছে ট্রান্সফরমার চুরি। চুরি বন্ধে পুলিশের তৎপরতা বাড়ানোর তাগিদ দেন তিনি।