উদ্বোধক দানবীর ড. রাগীব আলী ইউএস-বাংলা সাহিত্য সম্মেলন কাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২২, ৫:৫৮:১৮ অপরাহ্ন
ডাক ডেস্ক : ইউএস-বাংলা সাহিত্য সম্মেলন এর উদ্যোগে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান আগামীকাল সোমবার সকাল ১০টায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন অসংখ্য শিক্ষা ও সেবাধর্মী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, রাগীব-রাবেয়া সাহিত্য পদক এর প্রবর্তক, উপমহাদেশের প্রখ্যাত দানবীর ড. রাগীব আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন-বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত কবি রেজা উদ্দিন স্টালিন।
বিশেষ অতিথি হিসেবে বাংলা একাডেমির উপ পরিচালক ইমরুল ইউসুফসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। সংগঠনের সভাপতি মোশাররফ হোসেন মুছা ও সাধারণ সম্পাদক লুৎফুর রহমান তারেক অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন।