ফেঞ্চুগঞ্জে এক লাখ ২২ হাজার টাকার অনুদান বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২২, ৫:৫৯:১২ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা: ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা আন্তর্জার্তিক অনলাইন গ্রুপ ও সিলেট মিডিয়া কর্পোরেশনের উদ্যাগে একটি প্রতিষ্ঠান সহ ৫ টি পরিবারকে ১ লক্ষ ২২ হাজার টাকার অনুদানের নগদ অর্থ প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে গত শুক্রবার ফেঞ্চুগঞ্জের একটি কনভেনশন হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের বাংলাদেশের সমন্বয়ক সিরাজুল ইসলাম সাজুল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুদানের অর্থ বিতরণ করেন সিলেট মিডিয়া কর্পোরেশনের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক কাপ্তান হোসেন। বিশেষ অতিথি ছিলেন-ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের অর্থ সম্পাদক ফেঞ্চুগঞ্জ কাসিম আলী সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল জাহিদ।