বাদ পড়লেন যারা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২২, ৫:৫৯:৫০ অপরাহ্ন
ডাক ডেস্ক : আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে ঘোষিত নতুন কমিটিতে বড় কোনো পরিবর্তন নেই।
কাউন্সিল অধিবেশনে সভাপতিমণ্ডলীর ৩ সদস্য বাদ পড়েছেন। তারা হলেন-নুরুল ইসলাম নাহিদ, আবদুল মান্নান খান ও রমেশ চন্দ্র সেন। তারা সবাই আগের কমিটির সভাপতিমণ্ডলীতে ছিলেন।
আওয়ামী লীগের গঠনতন্ত্রে সভাপতি, সাধারণ সম্পাদকসহ সভাপতিমণ্ডলীতে ১৯টি পদ আছে। আগে থেকেই একটি পদ ফাঁকা ছিল। এবার ৩ জন বাদ পড়লেন। তাতে ৪টি পদ ফাঁকা হলো। তবে এ সম্মেলনে নতুন করে সভাপতিমণ্ডলীতে অন্তর্ভুক্ত করা হয়েছে ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিনকে। ফলে আর ৩টি পদ ফাঁকা আছে। সেগুলো পূরণ করা হবে বলে জানা গেছে।
আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর পদের সংখ্যা ৩৪টি। এর মধ্যে শ্রমবিষয়ক হাবিবুর রহমান সিরাজ এবং যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক হারুনুর রশীদ বাদ পড়েছেন। এ দুই পদে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।
এদিকে, যুগ্ম সাধারণ সম্পাদকে কোনো পরিবর্তন নেই। সাংগঠনিক সম্পাদক পদে শুধু একটিই পরিবর্তন। নতুন কমিটি থেকে একজন সাংগঠনিক সম্পাদক বাদ পড়েছেন। তিনি হলেন, সাখাওয়াত হোসেন শফিক। নতুন সাংগঠনিক সম্পাদক হয়েছেন সুজিত রায় নন্দী, যিনি ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক ছিলেন। আর সুজিত নন্দীর পদে জায়গা পেয়েছেন আগের কমিটির উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম। এখন উপপ্রচার সম্পাদকের পদটি ফাঁকা আছে। সব মিলিয়ে সম্পাদকমণ্ডলীর আরও তিনটি পদ এখন ফাঁকা।
২৮ সদস্যের নির্বাহী সদস্যের কারো নাম ঘোষণা করা হয়নি। দলের সভাপতিমণ্ডলীর বৈঠকের পর নির্বাহী সদস্যদের পদ পূরণ করা হবে বলে জানা গেছে।
অন্যদিকে উপদেষ্টা পরিষদের সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। সেখানে আগের কমিটির কেউ বাদ যাননি। শুধু সভাপতিমণ্ডলী থেকে বাদ পড়া ওই ৩ জনকে নতুন করে উপদেষ্টা পরিষদে জায়গা দেওয়া হয়েছে।