নতুন করে পাস ৪১ ॥ জিপিএ পরিবর্তন ১৫১ শিক্ষার্থীর
পুন:নিরীক্ষণ: সিলেট বোর্ডে জিপিএ-৫ পেলো আরো ৩৮ শিক্ষার্থী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২২, ৬:০৩:৪০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট শিক্ষাবোর্ডে এসএসসিতে পুনঃনিরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীদের ফলাফল প্রকাশিত হয়েছে গতকাল শনিবার। প্রকাশিত ফলাফলে নতুন করে পাস করেছে ৪১ জন শিক্ষার্থী। পুনঃনিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেয়েছে ৩৮ জন। পুন:নিরীক্ষণে জিপিএ(গ্রেড পয়েন্ট এভারেজ) পরিবর্তন হয়েছে ১৫১ শিক্ষার্থীর। আবেদন করা শিক্ষার্থীর মধ্যে ২৯ জনের জিপিএ-৫ এর কোন পরিবর্তন হয়নি। ফেল থেকে ফেল রয়ে গেছে ১০ জন।
সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ চন্দ্র পাল গতরাতে সিলেটের ডাককে এসব তথ্য জানান। শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে খাতা পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয় বলে জানান তিনি।
সিলেট শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট না হওয়ায় অনেক পরীক্ষার্থী শিক্ষাবোর্ডের নিয়ম অনুযায়ী পুনঃনিরীক্ষণের আবেদন করে। বিভিন্ন বিষয়ের উপর শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে খাতা পুনরায় নিরীক্ষণের পর গতকাল ফলাফল ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, চলতি বছর সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ১ লাখ ১৫ হাজার ৩৯১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। গত ২৮ নভেম্বর প্রকাশিত ফলাফলে ৯০ হাজার ৯৪৮ জন পাস করেছে। সিলেট বিভাগের ৯৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার ১৫০টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২৭টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। সিলেট বোর্ডে এবার সবমিলিয়ে জিপিএ-৫ পেয়েছিল ৭৫৬৫ জন শিক্ষার্থী। নতুন ৩৮ জন মিলিয়ে এবার এ বোর্ডের জিপিএ-৫প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা দাঁড়ালো ৭৬০৩ জন।