বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচিত নেতৃবৃন্দকে জেলা ও মহানগরের অভিনন্দন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২২, ৬:০৪:৫৯ অপরাহ্ন
বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন পরবর্তী কাউন্সিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা এমপি দশমবারের মতো সর্বসম্মতিক্রমে সভাপতি এবং ওবায়দুল কাদের এমপি তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। একইসাথে তাঁরা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দকেও অভিনন্দন জানান।
এক অভিনন্দন বার্তায় সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন বলেন, গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের নবগঠিত কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দের সম্মিলিত প্রচেষ্টায় রূপকল্প ২০২২ এর সফল বাস্তবায়নের ধারাবাহিকতায় ২০৪১ সালের মধ্যে উদ্ভাবনী ও জ্ঞানভিত্তিক অর্থনীতির ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে সহায়ক শক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়াও নবনির্বাচিত নেতৃবৃন্দ তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করে আগামী জাতীয় নির্বাচনে জনগণের সমর্থন অর্জনের মাধ্যমে পুনরায় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠনে সক্ষম হবে বলে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।-বিজ্ঞপ্তি