বিদায় চেয়েছিলেন শেখ হাসিনা, কাউন্সিলরদের ‘না’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২২, ৬:১৩:০৫ অপরাহ্ন
ডাক ডেস্ক : আওয়ামী লীগের চলতি মেয়াদের কমিটির শেষ বক্তব্যে দল থেকে বিদায় চেয়েছিলেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, যেখানেই থাকি না কেন আমি আছি আপনাদের সঙ্গে। আমি চাই আপনারা নতুন নেতা নির্বাচন করুন। দলকে সুসংগঠিত করুন। নতুন আসতে হবে। পুরাতনের বিদায় নতুনের আগমন, এটাই চিরাচরিত নিয়ম।
তবে শেখ হাসিনা যখন এই বক্তব্য দিচ্ছিলেন তখন উপস্থিত কাউন্সিলররা ‘না, না’ বলে চিৎকার করতে থাকেন। এতে তার বক্তব্য শেষ করতে কিছুটা বিঘ্নও ঘটে। আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন সূত্রে এসব তথ্য জানা গেছে।
গতকাল শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের কাউন্সিল অধিবেশন হয়।