কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পদে নাদেল পুন:র্নির্বাচিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২২, ৬:১৪:৫৯ অপরাহ্ন
ডাক ডেস্ক : আওয়ামী লীগের ২২তম কাউন্সিলে টানা দ্বিতীয় মেয়াদে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন শফিউল আলম চৌধুরী নাদেল। গতকাল শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন উদ্বোধনের পর বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শুরু হয় কাউন্সিল অধিবেশন। অধিবেশনে সাড়ে ৭ হাজার কাউন্সিলর পরবর্তী নেতৃত্ব নির্বাচন করেন । কাউন্সিল অধিবেশনে দলের পুনর্র্নিবাচিত সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
শফিউল আলম চৌধুরী নাদেল ২০১৯ সালের ২৬ ডিসেম্বর প্রথম বার আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছিলেন।
তিনি ১৯৮৭ সালে সিলেট এমসি কলেজ ছাত্রলীগের কার্যকরী কমিটির সদস্য ছিলেন। ১৯৮৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত সিলেট জেলা ছাত্রলীগের কার্যকরী কমিটির সদস্যের দায়িত্ব পালন করেন। ১৯৯৩ সালে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৯৭ সালে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। ২০০৪ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০১২ সালে তিনি সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। শফিউল আলম চৌধুরী নাদেল বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।