লাউয়াছড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২২, ৬:৩৬:৪৯ অপরাহ্ন

কমলগঞ্জ (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা : মৌলভীবাজারের কমলগঞ্জে সড়কে মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের সংঘর্ষে সজল মিয়া (২৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের সড়কে এ ঘটনাটি ঘটে। নিহত সজল মিয়া উপজেলার লঙ্গুরপার গ্রামের লোকমান মিয়ার ছেলে।
জানা যায়, গত শুক্রবার থেকে টানা ছুটির কারণে লাউয়াছড়ায় পর্যটকের ভিড় জমেছে। ফলে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে যানবাহনের চাপ বেড়েছে। গতকাল বিকেলে দ্রুতগতির একটি ট্রাকের (ঢাকা মেট্রো ত- ১১-২৯৬১) সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে সজলের ডান পা ভেঙে, হাড় বেরিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল হাসপাতালে নেওয়ার পর রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তীকে বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করেছে। তবে চালক পলাতক থাকায় এখনো তার নাম ঠিকানা জানা যায়নি। আহতকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর পর তার মৃত্যু হয়েছে।