ভারতে ৫ দেশের যাত্রীদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২২, ৬:৩৭:৫৩ অপরাহ্ন
ডাক ডেস্ক : চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, হংকং থেকে ভারতে যাওয়া যাত্রীদের জন্য এখন থেকে করোনা পরীক্ষা আরটি-পিসিআর বাধ্যতামূলক। এই পাঁচ দেশ থেকে ভারতে যাওয়ার পর কারো শরীরে করোনার উপসর্গ ধরা পড়লে তাকে কোয়ারেন্টিনে পাঠানো হবে।
গতকাল শনিবার ভারতের কেন্দ্রীয় সরকারের এক ঘোষণা থেকে এ তথ্য জানা গেছে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া বলেছেন, এখনকার পরিস্থিতির কথা মাথায় রেখে বিদেশফেরত যাত্রীদের জন্য ‘এয়ার সুবিধা আবেদনপত্র’ পূরণ করা বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার।
সেখানে যাত্রীদের শারীরিক অবস্থা জানাতে হবে। যে কোনো দেশ থেকে আসা যাত্রীদের জন্যই এই নিয়ম জারি করা হয়েছে।
এদিকে, গতকাল শনিবার থেকে ভারতের দিল্লি বিমানবন্দরে বিদেশফেরত যাত্রীদের করোনা পরীক্ষা চালু হয়েছে। বিদেশফেরত যাত্রীদের বিনামূল্যে করোনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষও। পাশাপাশি, মধ্যপ্রদেশের খাজুরাহো বিমানবন্দর এবং পুণে বিমানবন্দরেও শুরু হয়েছে করোনা পরীক্ষা।
শুক্রবার ভারতের সব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ। সেখানে রাজ্যগুলোকে সতর্ক করেছেন মন্ত্রী। করোনা টিকাকরণ, পরীক্ষা করানোর ওপর জোর দিয়েছেন তিনি।
এর আগে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে মাস্ক পরার অনুরোধ জানিয়েছেন।