হিজবুত তাহরীরের মিডিয়া সচিব গ্রেপ্তার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২২, ৬:৩৮:৪৯ অপরাহ্ন
ডাক ডেস্ক : নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের শীর্ষনেতা মিডিয়া সচিব (সাধারণ সম্পাদক) হাফেজ মাওলানা মামুনুর রশিদ ওরফে মামুনকে (৫৩) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-২ এর একটি দল শুক্রবার রাতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করে।
র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. ফজলুল হক জানান, গত ৬ মার্চ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন সাইনবোর্ডের হকার্স মার্কেট এলাকায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের মিডিয়া সচিব ও শীর্ষ পর্যায়ের নেতা হাফেজ মাওলানা মামুনুর রশিদ মামুন গোপন বৈঠকে মিলিত হন।
র্যাব-১১ এর একটি দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে কয়েকজন জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও কৌশলে পালিয়ে যান মামুন। ওই ঘটনায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় একটি মামলা হয়। মামলার এজাহারনামীয় ও অভিযোগপত্রে পলাতক আসামি হাফেজ মাওলানা মামুনুর রশিদ মামুনকে গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব-২ নজরদারি ও অভিযান অব্যাহত রাখে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর জঙ্গি প্রতিরোধ সেলের একটি বিশেষ দল শুক্রবার রাত সোয়া ৩টার দিকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকায় অভিযান পরিচালনা করে মামুনুর রশিদ মামুনকে গ্রেপ্তার করে।