সুনামগঞ্জে জামায়াত-শিবিরের ৪ নেতাকর্মী আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২২, ৬:৪১:২৯ অপরাহ্ন
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : নাশকতা পরিকল্পনার অভিযোগে সুনামগঞ্জে জামায়াত ও শিবিরের ৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়া ও কাজির পয়েন্ট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তবে, তাৎক্ষণিক ৪ নেতাকর্মীর নাম জানা যায়নি।
পুলিশ জানায়, সুনামগঞ্জ জেলা বিএনপির গণমিছিলে অংশ নিয়ে সুনামগঞ্জ পৌর শহরে নাশকতা পরিকল্পনা করেন জামায়াত-শিবিরের চার নেতাকর্মী। বিষয়টি বুঝতে পেরে পৌর শহরের উকিলপাড়া ও কাজির পয়েন্ট এলাকার গণমিছিল থেকে তাদের আটক করে পুলিশ।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ।