ছাতক সীমান্তে ২টি ডিনামাইট উদ্ধার বিজিবি’র
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২২, ৬:১০:০৬ অপরাহ্ন
ছাতক (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের ছাতক সীমান্ত এলাকা থেকে দুটি ডিনামাইট (এক ধরণের বিস্ফোরক) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার ভোর রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও গ্রাম সংলগ্ন বাংলাদেশ-ভারত সীমান্তের ১২৪৩/৯ পিলারের পাশ থেকে এ দুটি ডিনামাইট উদ্ধার করা হয়। পরে লুবিয়া বিজিবি ক্যাম্পে নিয়ে ডিনামাইট দুটি নিষ্ক্রিয় করা হয় বলে জানিয়েছে একাধিক সূত্র।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে লুবিয়া বিওপির কমান্ডার হাবিলদার সুলতানের নেতৃত্বে সীমান্তে টহলদানের সময় গভীর রাতে চোরা কারবারিরা বিস্ফোরক ওয়্যারসহ দুটি ডিনামাইট নিয়ে সীমান্ত এলাকা অতিক্রম করছিল। বিজিবির অবস্থান আঁচ করতে পেরে ডিনামাইট দুটি ফেলে পালিয়ে যায় তারা। ভোর রাতে সীমান্তের ১২৪৩/৯ পিলারের পাশ থেকে বিস্ফোরক ওয়্যার সহ দুটি ডিনামাইট উদ্ধার করে বিজিবি জওয়ানরা। ডিনামাইটের গায়ে ইংরেজিতে ‘পাওয়ার জেল’ লিখা রয়েছে।
ডিনামাইট উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ৪৮ বিজিবির সহকারী পরিচালক ফারুক আহমদ জানান, বিষয়টি ছাতক থানাকে অবহিত করা হয়েছে। খবর পেয়ে ছাতক থানার ইন্সপেক্টর (তদন্ত) আরিফ হোসেন ও এসআই আতিকুল ইসলাম খন্দকার ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় লোকজন জানান, উদ্ধারকৃত ডিনামাইট সীমান্তের ওপারে চুনাপাথর ভাঙ্গার কাজে ব্যবহার করা হয়। চুনাপাথর পাহাড়ের গায়ে গর্ত করে ডিনামাইট রেখে এর সাথে বিস্ফোরক ওয়্যার সংযোগ করে দেয়া হয়। পরে বিস্ফোরক ওয়্যারের অপর প্রান্তে অগ্নি সংযোগ করে শক্তিশালী বিস্ফোরণ ঘটিয়ে চুনাপাথর ভাঙ্গা হয়ে থাকে।