সিলেটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শুভ বড়দিন উদযাপন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২২, ৬:০৯:৪০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন গতকাল রোববার আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে। এ উপলক্ষে সিলেটের বৃহৎ খ্রিস্টান ধর্মপল্লী নগরীর নয়াসড়কে অবস্থিত সিলেট প্রেসবিটারিয়ান চার্চে আয়োজন করা হয়েছিলো বর্ণিল উৎসবের। ধর্মীয় আচার ও প্রার্থনার মাধ্যমে পালিত হয়েছে বড়দিনের উৎসব।
এছাড়া, নগরীর অন্যান্য গির্জায়ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুভ বড়দিন পালিত হয়। এদের মধ্যে বড়শালা প্রেসবিটারিয়ান চার্চ, বালুচরস্থ ক্যাথলিক চার্চ, খাদিমনগর ক্যাথলিক চার্চ, ইমানুয়েল ব্যাপটিস্ট চার্চ, লাক্কাতুরা প্রেসবিটারিয়ান চার্চ, বড়শালা ক্যাথলিক চার্চ, খাদিম প্রেসবিটারিয়ান চার্চ, পীরেরবাজারস্থ এজি চার্চ, কালাগুল চা-বাগানস্থ ক্যাথলিক চার্চে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বড়দিন উদযাপন করা হয়।
এসব উপাসনায় পাদ্রীগণ বলেন, নশ্বর এই পৃথিবীতে আমরা কেউ থাকব না। হিংসা, লোভ-লালসা থেকে ঈশ্বর আমাদের দূরে রেখে সবার মাঝে সুখ শান্তি দান করুন। ঈশ্বরের কাছে এটাই আমাদের প্রার্থনা। বড় দিন কল্যাণ, সাম্য ও সম্প্রীতির শিক্ষা দেয় বলেও উল্লেখ করেন তাঁরা।
গতকাল রোববার সকাল ১০টায় সিলেট প্রেসবিটারিয়ান চার্চে শুভ বড়দিন উপলক্ষে বিশেষ প্রার্থনা ও বিশ্ব শান্তির জন্য প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনার পর শুভ বড়দিনের শুভেচ্ছা বিনিময়ে কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়। এই উৎসবকে কেন্দ্র করে সিলেট প্রেসবিটারিয়ান চার্চ সিলেটের রাজনৈতিক নেতৃবৃন্দের মিলনমেলায় পরিণত হয়। কেক কাটা অনুষ্ঠানে যোগ দেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, ভারতীয় হাইকমিশন, সিলেটের সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জয়সওয়াল, আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় চার্চের কার্যনির্বাহী কমিটির সভাপতি ডিকন নিঝুম সাংমাসহ খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে পালিত দিবসটিতে গীর্জা সমূহে নিশ্চিত করা হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও বিভিন্ন চার্চে শুভেচ্ছা উপঢৌকন হিসেবে কেক বিতরণ করা হয়।
এদিকে, শুভ বড়দিন উপলক্ষে সৌহার্দ্য ও সম্প্রীতি প্রতিষ্ঠার আহবান জানিয়েছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। তিনি বলেন, যুদ্ধবিগ্রহ, হিংসা ও হানাহানির বিপরীতে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ প্রতিষ্ঠা করতে হবে। খ্রিস্টধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে গতকাল রোববার সন্ধ্যায় সিলেটের বিশপ অব সিলেট ক্যাথলিক ডায়োসিসে খ্রিস্টধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এ আহবান জানান। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।
দোয়ারাবাজার : এদিকে, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, দোয়ারাবাজারে নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন। উপজেলার ঝুমগাঁও রোমান ক্যাথলিক গীর্জা, ঝুমগাঁও প্রেসবিটারিয়ান গীর্জা, কুশিউড়া রোমান ক্যাথলিক গীর্জা, মাঠগাঁও রোমান ক্যাথলিক গীর্জা ও দৌলতপুর রোমান ক্যাথলিক গীর্জায় এ উৎসব পালিত হয়েছে। গির্জাগুলো ঘুরে দেখা যায়, বড়দিন উপলক্ষে প্রদর্শন করা হচ্ছে সদ্যজাত যীশু, যীশুর মা মারিয়া ও পূর্ণবয়স্ক যীশুর মূর্তি। খ্রিস্টানরা সেখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। উপজেলার বিভিন্ন গীর্জা পরিদর্শন করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর।
কুলাউড়া : কুলাউড়া অফিস জানায়, কুলাউড়ার ৩৮টি খ্রিস্টান পল্লীতে শুভ বড়দিন উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গত শনিবার রাত থেকে প্রতিটি খ্রিস্টান পল্লী বর্ণিল সাজে সাজানো হয়েছে। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সমবেত প্রার্থনা, কেক কাটা, ধর্মীয় সংগীত পরিবেশন, মুখরোচক খাবারের আয়োজন। এসব অনুষ্ঠানের নেতৃত্ব দেন ফাদার লুইস রোজারিও, ফাদার তমিনিট রোজারিও, ফাদার সুধীর গোমেজ, ফাদার পাওলুপ মুর্মু ও ক্যাথলিক ধর্মপাল প্রধান বিশপ শরৎ প্রেন্টিস গোমেজ। অনুষ্ঠানে বিভিন্ন স্থান থেকে খ্রিস্ট ধর্মের লোকজন অংশ গ্রহণ করেন।