সিলেটে আন্তর্জাতিক মণিপুরী ছোটগল্প উৎসব’র উদ্বোধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২২, ৬:১৪:৪০ অপরাহ্ন
ডাক ডেস্ক : বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ, সিলেট ও মণিপুরী শর্ট স্টোরি সোসাইটি ইন্ডিয়ার যৌথ আয়োজনে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে গতকাল রোববার সকালে শুরু হয়েছে আন্তর্জাতিক মণিপুরী ছোটগল্প উৎসব- ২০২২। সকাল ১০টায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের পর প্রয়াত ছোটগল্প লেখকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়।
মণিপুরী শর্ট স্টোরি সোসাইটি ইন্ডিয়া এর সভাপতি লাইসোম গুলাপ ও বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের সভাপতি কবি এ কে শেরামের যৌথ সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সুরেশ রঞ্জন বসাক ও দৈনিক সিলেট মিরর’র সম্পাদক আহমেদ নূর। সভায় বক্তব্য রাখেন মণিপুরী শর্ট স্টোরি সোসাইটি ইন্ডিয়ার সেক্রেটারি শরৎ থোকচম।
বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক নামব্রম শংকরের সঞ্চালনায় তিনদিন ব্যাপী আন্তর্জাতিক মণিপুরী ছোটগল্প উৎসবের উদ্বোধনী অধিবেশনের শুরুতে বামসাসের শিশু শিল্পীরা বাংলা এবং মণিপুরী ভাষায় দুটি কোরাস সংগীত পরিবেশন করেন। সভায় বীমাবতি থীয়াম ওংবীর সম্পাদনায় মণিপুরী ছোটগল্পের একটি সংকলনগ্রন্থ প্রকাশ করা হয়। এছাড়া,এই অধিবেশনে দুটি অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বিশিষ্ট লেখিকা মুতুম রমনী দেবীকে সিনাম তনুবাবু মেমোরিয়েল অ্যাওয়ার্ড এবং বাংলাদেশের লেখক এ কে শেরামকে রাজকুমার শীতলজিৎ নীংশিং মনা পদক প্রদান করা হয়।
পরবর্তীতে কৈশাম বিদ্যাপতির সভাপতিত্বে মণিপুরী ছোটগল্প বিষয়ক একটি সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। সিম্পোজিয়ামে তিনটি প্রবন্ধ উপস্থাপন করা হয় এবং প্রফেসর নহাকপম অরুনা মডারেটরের দায়িত্ব পালন করেন। সবশেষে আন্তর্জাতিক মণিপুরী ছোটগল্প উৎসবে ছোটগল্প পাঠের মাধ্যমে উদ্বোধনী দিনের অনুষ্ঠানমালার সমাপ্তি ঘটে। আজ সোমবার মণিপুরী ছোটগল্প উৎসবের দ্বিতীয় দিন উদযাপিত হবে মৌলভীবাজার জেলার ভানুগাছ মণিপুরী কালচারাল কমপ্লেক্স।