কুলাউড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২২, ৬:১৮:৪৭ অপরাহ্ন
কুলাউড়া অফিস : কুলাউড়া থানা পুলিশের অভিযানে ১ হাজার ১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারী আটক হয়েছে। আটক মখলিছ মিয়া (৩৫) পৃথিমপাশা গণকিয়া গ্রামের মহরম আলীর ছেলে।
গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার থেকে তাকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক। ওসি জানান, মখলিছ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।