মাধবপুরে সিএনজি অটোরিক্সার ধাক্কায় পথচারী নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২২, ৬:২৮:৩২ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : মাধবপুর উপজেলার বেজুড়া এলাকায় দ্রুতগামী একটি সিএনজি অটোরিক্সার ধাক্কায় ফজল মিয়া (৫০) নামের এক পথচারীর নিহত হয়েছেন। গতকাল রোববার বিকালে সাড়ে ৫টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের বেজুড়া বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফজল মিয়া বেজুড়া গ্রামের হাজী তালেব হোসেন এর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি সিএনজি অটোরিক্সা তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন। ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে ফজল মিয়া মারা যান। মাধবপুর থানার পুলিশ পরিদর্শক আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।