জাতির জনক বঙ্গবন্ধুর সমাধিসৌধে দিরাই উপজেলা আ’লীগের শ্রদ্ধা নিবেদন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২২, ৬:৪১:১৮ অপরাহ্ন
ডাক ডেস্ক : টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছে নবগঠিত দিরাই উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। গতকাল রোববার বেলা ২টার দিকে নবগঠিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান এওর মিয়া, ইফতিয়াক হোসেন মঞ্জু, রঞ্জিত রায়, কলিম উদ্দিন, কামনা শীষ রায় লিটন প্রমুখ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।