মেসিদের সঙ্গে দেখা না হওয়ায় আর্জেন্টিনা প্রেসিডেন্টের দুঃখ প্রকাশ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২২, ৬:৪১:৫৫ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপ জিতে দেশে ফেরার পর জনসাধারণের সঙ্গে উদযাপন করেছে আর্জেন্টিনা ফুটবল দল। কিন্তু লিওনেল মেসিদের সঙ্গে এখনো সাক্ষাত হয়নি আর্জেন্টিনা প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেসের। সেজন্য অবশ্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।
১৯৭৮ ও ১৯৮৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর প্রেসিডেন্ট প্রাসাদ কাসা রোসাদায় উদযাপন করেছিল আর্জেন্টিনা ফুটবল দল। কিন্তু এবার তেমনটা হয়নি। প্রেসিডেন্ট প্রাসাদে আসার নিমন্ত্রণ দেয়া হলেও সেটা গ্রহণ করেনি আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন (এএফএ)। তাতে অবশ্য মন খারাপ করেননি ফার্নান্দেস। সিদ্ধান্তটি যেহেতু এএফএ-এর ওপর ছেড়ে দেয়া হয়েছিল তাই সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন তিনি।
প্রেসিডেন্ট প্রাসাদে উদযাপনের জন্য কোনো রাজনৈতিক ও সরকারি কর্মকর্তাকে নিমন্ত্রণ দেননি ফার্নান্দেস। কারণ ফুটবলকে রাজনীতি থেকে দূরেই রাখতে চেয়েছেন তিনি, ‘এই শিরোপা তারা জিতেছে আমরা নই। আমি সম্ভবত একমাত্র মানুষ যে তাদের বরণ করিনি। তবে আমি এটাও বিশ্বাস করি যে, আমি একমাত্র প্রেসিডেন্ট যার মেয়াদে এই দল কোপা আমেরিকা, ফিনালিসিমা ও বিশ্বকাপ জিতেছে।’