সংবাদ সম্মেলনে গিয়াস উদ্দিন
অন্যায়ের প্রতিবাদ করায় হয়রানির অভিযোগ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২২, ৬:৪৪:৪০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের জামালপুর গ্রামের ব্যবসায়ী গিয়াস উদ্দিন ছোটনকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং নানা রকম অপপ্রচারের অভিযোগ উঠেছে একই গ্রামের ইসুব মোল্লার পুত্র সিরাতুল ইসলামের বিরুদ্ধে। গ্রামের বীর মুক্তিযোদ্ধা হোসন আলীর সরলতার সুযোগ নিয়ে সিরাতুল মিথ্যা ও ভূয়া অভিযোগে বালাগঞ্জ থানায় মামলা করিয়েছে বলেও অভিযোগ করেছেন গিয়াস উদ্দিন ছোটন। গতকাল রোববার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে গিয়াস উদ্দিন ছোটন বলেন, তিনি ব্যবসার পাশাপাশি রাজনীতি ও সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন। তিনি জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি। এমনকি বিগত ইউপি নির্বাচনে সদস্য পদে নির্বাচন করে অল্প ভোটে পরাজিত হয়েছেন। নিজের অর্থায়নে যাত্রী ছাউনি নির্মাণসহ নানারকম সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন তিনি। তার এসব কর্মকান্ডে ঈর্ষান্বিত হয়ে গ্রামের ইসুব মোল্লার পুত্র সিরাতুল ইসলাম নানা রকম ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। মূলত ছোটনের ব্যবসায়িক ক্ষতি করতে এবং হয়রানি করতে সিরাতুল তার সহযোগীদের নিয়ে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে।
গিয়াস উদ্দিন ছোটন বলেন, বিজয়ের মাসে একজন বীর মুক্তিযোদ্ধাকে দিয়ে মিথ্যাচার করে সিরাতুল মুক্তিযুদ্ধের চেতনার সাথে উপহাস করেছে। সংবাদ সম্মেলনে বিষয়টি তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটনের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। একইসাথে তার উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানান তিনি।