জৈন্তাপুরে ভারতীয় খাসিয়ার হাতে বাংলাদেশী নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২২, ৬:৪৭:৫৭ অপরাহ্ন
জৈন্তাপুর থেকে নিজস্ব সংবাদদাতা : জৈন্তাপুর সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সকালে নিজপাট ইউনিয়নের গুয়াবাড়ি এলাকার চানঘাট নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি আব্দুস সালাম (৬০) গুয়াবাড়ি গ্রামের বাসিন্দা। ১৯ বিজিবি’র একটি দায়িত্বশীল সূত্র জানায়, ভারতীয় খাসিয়াদের হাতে ওই ব্যক্তি মারা গেছেন বলে স্থানীয়ভাবে তারা জানতে পেরেছেন।
নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধারণা ভারতীয় খাসিয়ারা সীমান্তের ওপারে হয়তো বা তাকে মারধর করে গুরুতর জখম করে বাংলাদেশ সীমান্তে এনে ফেলে রেখেছিল। তবে লাশের গায়ে তেমন আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে মাথায় গুরুতর জখম রয়েছে।
গতকাল রোববার সকাল ৯টার দিকে গুয়াবাড়ি সীমান্ত এলাকায় স্থানীয় লোকজন জঙ্গলে লাশ পড়ে থাকতে দেখে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি’র টহল টিমকে খবর দেন। বিজিবি’র সহযোগিতায় স্থানীয় জনতা তাকে উদ্ধার করে জৈন্তাপুর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জৈন্তাপুর রাজবাড়ি সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাংলাদেশি নাগরিকের লাশ উদ্ধার করে স্থান পরিদর্শন করেন এবং জৈন্তাপুর হাসপাতালে ছুটে আসেন।
ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার (তদন্ত) আব্দুর রব, এসআই আব্দুল আহাদ, কাজী শাহেদুল হক, শহিদুল ইসলামসহ একদল পুলিশ ফোর্স হাসপাতালে ছুটে যান।
হাসপাতালে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে। ঘটনার বিষয়ে অধিকতর তদন্তের জন্য পুলিশ নিহতের লাশ ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
এদিকে, সংবাদ পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালে ছুটে যান জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইন্তাজ আলী, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম প্রমুখ।
এ ব্যাপারে জৈন্তাপুর রাজবাড়ি সীমান্ত ফাঁড়ির বিজিবির সাথে যোগাযোগ করা হলে বাংলাদেশি নাগরিকের লাশ উদ্ধারের কথা নিশ্চিত করেন এবং ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল এবং হাসপাতালে ছুটে যান। হাসপাতালে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়। তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে।