সিলেট বিবেকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সেবায় কাজ করছে সিলেট বিবেক ——— অধ্যাপক বিজিত কুমার দে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২২, ৬:৪৯:৫৬ অপরাহ্ন
দক্ষিণ সুরমা প্রতিনিধি : সিলেটের বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী অধ্যাপক বিজিত কুমার দে বলেছেন, এই জগতে কাউকে শুদ্ধ ভালোবাসা দিতে পারলে সুন্দর পরিবেশ সৃষ্টি হয়। সিলেট বিবেক এই ভালোবাসার উপর ভিত্তি করে এগিয়ে চলছে। সমাজের নিম্ন আয়ভুক্ত সুবিধাবঞ্চিত, হত-দরিদ্র মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কর্মকান্ডে সম্পৃক্ত রয়েছে। সমাজ সেবায় নিবেদিত প্রাণ এই সংগঠনটি আর্থ-সামাজিক অবস্থান দৃঢ় ভিত্তির উপর দাঁড় করানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি মানব সেবায় সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
তিনি গতকাল রোববার সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ প্যারালাক্স পার্টি সেন্টারে অনুষ্ঠিত মানব সেবায় নিবেদিত সংগঠন সিলেট বিবেক পরিবারের বার্ষিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সিলেট বিবেকের সভাপতি সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন এর সভাপতিত্বে এবং প্রদীপ কুমার দে, সুস্মিতা চৌধুরী শাওন ও শ্বাশ্বতী ঘোষ সোমার যৌথ সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিশিষ্ট চিকিৎসক ডাঃ মৃগেন কুমার দাস চৌধুরী, ডাঃ বীরেন্দ্র চন্দ্র দেব, সংগঠনের প্রধান সমন্বয়ক এডভোকেট বিজয়কৃষ্ণ বিশ্বাস।
সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর। আর্থিক প্রতিবেদন পেশ করেন কোষাধ্যক্ষ অধ্যাপক অনবীর রায়।
প্রস্তুতি কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেব’র স্বাগত বক্তব্যের মাধ্যমে সুচিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এডভোকেট প্রশান্ত কুমার পাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিরঞ্জন দে যাদু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রজত কান্তি গুপ্ত, ডাঃ দেবরাজ চৌধুরী, অসিত কুমার সূত্রধর প্রমুখ। অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন ব্লু-বার্ড হাই স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস প্রাপ্ত হিমাদ্রী দাস।
আমেরিকা প্রবাসী সংগীত শিল্পী দুলাল ভৌমিক সংগীত পরিবেশন করেন। সংগঠনের পক্ষ থেকে শিল্পী দুলাল ভৌমিক-কে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।