জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত
জনগণের সরকার প্রতিষ্ঠা হলে সকল হত্যাকান্ডের বিচার হবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২২, ৬:৫১:৫৮ অপরাহ্ন
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা বিএনপির উদ্যোগে ‘পুলিশের গুলিতে’ নিহত পঞ্চগড়ের বোদা উপজেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ আরেফিনের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বাদ আছর সিলেট রেজিস্ট্রি মাঠে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। গায়েবানা জানাজা শেষে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। তাই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে চলমান গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি নেতাকর্মীদের নির্বিচারে গুলি করে হত্যা করছে। দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হলে সকল হত্যাকান্ডের বিচার হবে।’
বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপি নেতা এডভোকেট আশিক উদ্দিন, একেএম তারেক কালাম, মাহবুবুল হক চৌধুরী, আবুল কাসেম, মাহবুব আলম, আজিজুর রহমান আজিজ, জসীম উদ্দিন, মুমিনুল ইসলাম মুমিন, আনোয়ার হোসেন মানিক, আখতার হোসেন, এডভোকেট সাঈদ আহমদ, রফিকুল ইসলাম শাহপরাণ, জালাল খাঁন, শাকিল মুর্শেদ, আজিজুল হোসেন আজিজ, লোকমান আহমদ, আফছর খাঁন, আকবর আলী, বাদশা আহমদ, কবির আহমদ, শাহীন আলম জয়, আকতার মিয়া, কয়েস আহমদ, শেখ আজিজ সুজা, দেলোয়ার হোসেন দিনার, ফজলে রাব্বি আহসান, সোহেল ইবনে রাজা, নজরুল ইসলাম প্রমুখ।
সিলেট মহানগর বিএনপি : সিলেট মহানগর বিএনপি’র নগরীর ভাতালিয়াস্থ অস্থায়ী কার্যালয়ের সামনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে নিহত বিএনপি নেতা আবদুর রশীদ আরেফিনের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, যুগ্ম আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদী, এমদাদ হোসেন চৌধুরী, নজিবুর রহমান নজীব, আহবায়ক কমিটির সদস্য হুমায়ুন আহমদ মাসুক, মাহবুব আহমদ চৌধুরী, আফজল উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ডের সভাপতি মিজান আহমদ, ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ মোঃ কবির আহমদ, ১০নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, ১১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবু সাইদ মোঃ তাইফ, ১২নং নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, ২৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ১১নং ওয়ার্ডের মিনহাজুর রহমান রাসেল, মহানগর বিএনপি শোক খসরুজ্জামান খসরু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর সদস্য তছির আলী, ৫নং ওয়ার্ড যুবদলের আহবায়ক ময়নুল ইসলাম প্রমুখ। গায়েবানা জানাজাায় ইমামতি করেন মাওলানা আব্দুল কাদির।-বিজ্ঞপ্তি